বাংলাদেশের মতো ভারতকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি জিম্বাবুয়ের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০২২, ০৬:২৬ পিএম


বাংলাদেশের মতো ভারতকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে টানা দুই সিরিজ জিতে রীতিমত উড়ছে জিম্বাবুয়ে। টাইগারদের সফর শেষ হতে না হতেই এবার জিম্বাবুয়েতে পা রেখেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকার দেশটি সফর করছেন রাহুল-ধাওয়ানরা। তবে সিরিজ শুরুর আগেই বারবার অতিথিদের ‘সতর্ক’ করছে জিম্বাবুয়ে। ক্রিকেট মাঠে নিজেদের বদলে যাওয়া রূপে ভারতকে ঝলসে দেওয়ার ইঙ্গিত মিলছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের কথায়।
 
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া। সেই ছন্দ ভারতের বিপক্ষেও টেনে আনতে চান এই ব্যাটসম্যান, ‘আমি সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। সেঞ্চুরি করতে চাই। সোজাসাপ্টা পরিকল্পনা। আমি শুধু রান করতে চাই যেন আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারি। এটাই আমার লক্ষ্য।’

আরও পড়ুন >> এশিয়া কাপে ১৭ সদস্যের দল, ফিরলেন সাব্বির

নিজের লক্ষ্যের কথা জানানোর পর ভারতের বিপক্ষে সিরিজের ফল কি হতে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন কাইয়া, ‘২-১ এ সিরিজ জিতবে জিম্বাবুয়ে। আমরা সিরিজ জিতব।’ বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে এই ব্যবধানেই সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। কাইয়া মনে করছেন, বাংলাদেশের মতো ভারতের বিপক্ষেও তারা ভয়ডরহীন ক্রিকেট খেলে সিরিজ জয় করতে পারবেন।
 
ভারত এখন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১৩ বার জিম্বাবুয়ে সফর করেছে। যার মধ্যে মাত্র দুটি সিরিজে জয়ের মুখ দেখেছে জিম্বাবুয়ে। সবশেষ সাফল্য এসেছিল দুই দশকের বেশি সময় আগে, ২০০১ সালে।

আরও পড়ুন >> চমক দিয়ে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা

আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে স্বাগতিক জিম্বাবুয়ে।

এইচএমএ/এটি

Link copied