বাবরের কপালে চিন্তার ভাঁজ, ভারত ম্যাচের আগে চোটে আরও এক পেসার

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম


বাবরের কপালে চিন্তার ভাঁজ, ভারত ম্যাচের আগে চোটে আরও এক পেসার

এশিয়া কাপের আগে চোটাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তানের বোলিং লাইনআপ। টুর্নামেন্ট শুরুর আগেই হাঁটুর চোট নিয়ে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন দেশটির সময়ের সেরা পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। এবার তার জায়গায় যে মোহাম্মদ ওয়াসিম খান জুনিয়রের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, তিনিও চোটে পড়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম। দলের সঙ্গে দুবাইতে পৌঁছে এখন পর্যন্ত তিনটি অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন তিনি। পিঠের ব্যথা বাড়লে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন স্ক্যানের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন >> দিনে ১০০-১৫০ ছক্কা মেরে এশিয়া কাপ প্রস্তুতি পাক ব্যাটসম্যানের

তরুণ পেসার ওয়াসিমের জন্মদিন ছিল কাল। পাকিস্তানের হয়ে ১১ টি-টোয়েন্টি খেলা এই তরুণের প্রথমবারের মতো দেশের জার্সিতে বড় কোনো টুর্নামেন্টে খেলার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

এদিকে এশিয়া কাপের পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজ এবং বিশ্বকাপের আগে দলের খেলোয়াড়দের ফিটনেসের সঙ্গে কোনো আপস করতে চায় না তারা। সেজন্য খেলোয়াড়দের ছোট-বড় চোট নিয়ে একটু বেশিই সচেতন তারা।

আরও পড়ুন >> ভারতীয় ব্যাটসম্যানকে দেখে ‘এক হাতে ছক্কা’ মারার হুঙ্কার আফ্রিদির

২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ মিশন।

এইচএমএ

Link copied