রোহিত-কোহলিকে পরপর দুই বলে ফিরিয়ে ভারতকে নাড়িয়ে দিলেন নওয়াজ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট ২০২২, ১১:০৪ পিএম


রোহিত-কোহলিকে পরপর দুই বলে ফিরিয়ে ভারতকে নাড়িয়ে দিলেন নওয়াজ

শুরুর ওভারেই লোকেশ রাহুলকে হারিয়ে বসেছিল ভারত। এরপর বিরাট কোহলি আর রোহিত শর্মার প্রতিরোধে সে ধাক্কা সামাল দেওয়ার পথে ছিল দলটি। তবে এরপরই দৃশ্যপটে এলেন নওয়াজ। পরপর দুই বলে ফেরালেন ভারতীয় দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে। তাতেই ভারতকে রীতিমতো টলিয়েই দিলেন তিনি।

ধীরগতির উইকেটে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করার কাজটা সহজ নয়। কাজটা আরও কঠিন হয়ে যায় যখন দলের ওপেনার ফেরেন শূন্য হাতে, শুরুর ওভারেই। নাসিম শাহর শিকার হয়ে রাহুলের ফেরাটা ভারতকে অবশ্য অত ভাবায়নি। উইকেটে যে রোহিত-কোহলি ছিলেন!

কোহলি শুরুতে অনেকটা নড়বড়ে থাকলেও সময়ের সাথে সাথে তিনি উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন বেশ। রোহিত শুরুতে নড়বড়ে না থাকলেও খেলছিলেন বেশ ধীরগতিতে। 

তবে তিনি খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করেন অষ্টম ওভারে। সে ওভার করতে আসা মোহাম্মদ নওয়াজকে চতুর্থ বলে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। এর এক বল পর তিনি আবারও ছক্কা হাঁকাতে চাইলেন, এবার লং অফ দিয়ে। তবে ডাউন দ্য উইকেটে এসে তার টাইমিংটা মিলল না এবার। বলটা গিয়ে সোজা জমা পড়ল ইফতিখার আহমেদের হাতে। অষ্টম ওভার শেষে ৫০ রানে ভারত হারায় তাদের দ্বিতীয় উইকেট।

পরের ওভারে কোনো বিপদ হয়নি দলটির। হলো দশম ওভারের শুরুর বলে। আগের ওভারের শেষ বলে রোহিতকে বিদায় করা নওয়াজ এবার শিকার করেন কোহলিকে।

দশম ওভারের শুরুর বলে তাকে রোহিতের মতোই লং অফ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন কোহলি। টাইমিং হয়নি ঠিকঠাক, বলটা সোজা গিয়ে জমা পড়ে সেই লং অফে থাকা ইফতিখারের হাতে। নিজের পরপর দুই বলে রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে রীতিমতো নাড়িয়েই দেন নওয়াজ।

এনইউ

Link copied