কঠিন শাস্তির মুখে পড়লেন রোহিত-বাবররা

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট ২০২২, ০৩:৫০ পিএম


কঠিন শাস্তির মুখে পড়লেন রোহিত-বাবররা

ম্যাচ চলাকালেই একপ্রস্থ শাস্তি পেয়েছিল ভারত এবং পাকিস্তান। ম্যাচের পর তাদের ওপর আবার নেমে আসল শাস্তির খড়গ। এশিয়া কাপে দুই দলের মহারণে আইসিসির নতুন একটি বিধি মানতে অসমর্থ হওয়াতেই এই শাস্তি পেল দুই দল।

গত জানুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একটি নতুন আইন প্রণয়ন করে। বোলিং দলকে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। ইনিংসের প্রথম বল থেকে পরবর্তী ৮৫ মিনিটের মধ্যে ২০ ওভার সম্পন্ন করতে বলা হয়। এই নিয়ম মানতে ব্যর্থ হলে ম্যাচ চলাকালেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বাকি ওভারগুলোতে বৃত্তের মধ্যে পাঁচজনকে রেখে ফিল্ডার সাজাতে হবে বোলিং দলের অধিনায়ককে। নতুন আইনে এটাকে ‘ইন ম্যাচ পেনাল্টি’ বলা হয়েছে।

আরও পড়ুন >> পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ

ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলেরই নির্ধারিত সময়ের পর দুটি করে ওভার বাকি ছিল। যার ফলে দুই দলকেই নিজেদের ফিল্ডিংয়ের শেষ দুই ওভারে বৃত্তের ভেতর পাঁচজনকে রেখে ফিল্ড সাজাতে হয়।

তবে আইসিসির নতুন নিয়মানুযায়ী, শুধু মাঠের শাস্তিই নয়, ম্যাচের পর মন্থর ওভাররেটের জন্য আর্থিক শাস্তিরও সম্মুখীন হতে হবে দলগুলোকে। নির্ধারিত সময়ের পর প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কর্তনের বিধান রয়েছে। ভারত এবং পাকিস্তানের দুই দলেরই দুটি করে ওভার বাকি থাকায় দল দুটির সব খেলোয়াড়ের ৪০ ভাগ ম্যাচ ফি কেটে নিয়েছে আইসিসি।

আরও পড়ুন >> আবেদন করেনি ভারত, আউট বুঝে স্বেচ্ছায় সাজঘরে ফিরলেন ফখর

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তানের বাবর আজম ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি ছাড়াই তাদের শাস্তি দেওয়া হয়েছে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণে এবার জয়ের মুখ দেখেছে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে তারা।

এইচএমএ/এটি

Link copied