বাংলাদেশ অবশ্যই নিজেদের প্রমাণ করে ফিরবে : নাজমুল

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ পিএম


বাংলাদেশ অবশ্যই নিজেদের প্রমাণ করে ফিরবে : নাজমুল

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হতাশাজনক পারফর্ম করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির সহজাত ক্রিকেট খেলতে ব্যর্থ হওয়ায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তানের সাথে। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রমাণ করেই ম্যাচ জিতবে বলে আশা করছেন বাংলা টাইগার্সের বোলিং কোচ ও সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। 

প্রথম ম্যাচে আফগান ব্যাটারদের ভালোই চেপে রেখেছিল সাকিব-মোসাদ্দেকরা। যদিও শেষ পর্যন্ত মুস্তাফিজ-সাইফউদ্দিনের দুই ওভারে ম্যাচ নিজেদের ঝুলিতে নিয়ে যান আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরান।

এসব ভুলে লঙ্কান ম্যাচে ভালো করবে টাইগাররা এমন বিশ্বাস কোচ নাজমুলের।

ঢাকা পোস্টের সাথে আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি আশা করি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ অবশ্যই ফিরে আসবে, নিজেদের প্রমাণ করে। শ্রীলঙ্কার খেলাও দেখছি, বাংলাদেশের খেলাও দেখছি। আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সুতরাং আমার বিশ্বাস শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জয়লাভ করবে।’

ম্যাচ জিততে টপ-অর্ডার ব্যাটারদের রানে ফেরার তাগিদ দিলেন এই কোচ। তার ভাষ্যে, ‘ম্যাচ জিততে টপ-অর্ডার ব্যাটারদের রানে ফিরতে হবে। আমার মনে হয় টপ থ্রির ব্যাটাররা যদি একটা ভালো জুটি গড়ে তুলতে পারে তাহলে স্কোরবোর্ডে বড় রান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একইসাথে শ্রীলঙ্কার বিপক্ষে ডেথ ওভারে ভালোভাবে ফিরে আসতে হবে।’

প্রথম ম্যাচের দলে ওপেনার লিটনকে মিস করেছেন নাজমুল। একইসাথে প্রথম ম্যাচে ২০-২৫ রান কম হয়েছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে নাজমুল বলেন, ‘আমি আসলে ব্যাখাটা এভাবে দেব- টি-টোয়েন্টিতে নেমেই মারমার কাটকাট অনেক সময় হয় না। তবে আমাদের ব্যাটিং কলাপ্স করেছিল প্রথমেই। প্রথমেই যদি এত উইকেট চলে না যেত তাহলে আরো ২০-২৫ রান বেশি হতো। কালকের ম্যাচে লিটনকে অনেক মিস করেছি।’

এসএইচ/এটি/এনইউ

Link copied