অভিষেক ওভারেই এবাদতের জোড়া উইকেট, স্বস্তিতে বাংলাদেশ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ পিএম


অভিষেক ওভারেই এবাদতের জোড়া উইকেট, স্বস্তিতে বাংলাদেশ

১৮৪ রানের চ্যালেঞ্জের জবাবটা শ্রীলঙ্কা দিচ্ছিল বুক চিতিয়েই। তাতে বাঁধ সাধলেন এবাদত হোসেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ওভারেই তুলে নিলেন দুই উইকেট। তাতেই স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে।

মুস্তাফিজুর রহমান শুরুটা ভালোই করেছিলেন। প্রথম ওভারে দিয়েছিলেন দুই রান। তাতে মনে হচ্ছিল, শুরু থেকেই চাপটা পেয়ে বসেছে বুঝি শ্রীলঙ্কা দলে।

তবে লঙ্কান দুই ব্যাটসম্যান খোলস ছেড়ে বেরোলেন এরপরই। ৭, ৪, ১৩, ১৮ এই ছিল পরের চার ওভারে লঙ্কানদের রান। তাতে চাপটা বাংলাদেশকেই ফিরিয়ে দিয়েছিল দলটি। 

এরপরই চতুর্থ বোলার হিসেবে এবাদতের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ওভার করতে এসেই তিনি দিয়েছেন চমক। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছেন প্রথমে। তার শর্ট বল পুল করতে গিয়ে মিড উইকেটে মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন নিশাঙ্কা, ৪৫ রানে প্রথম উইকেট খোয়ায় লঙ্কানরা।

এর দুই বল পর আবারও এবাদতের আঘাত। তার অফস্টাম্পের বাইরের শর্ট বলটা উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন চারিথ আসালঙ্কা, ব্যাটে বলে হয়নি, মিড অফে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শ্রীলঙ্কা ৪৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। পাওয়ারপ্লের শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরেও ফেরে খানিকটা স্বস্তি। 

এনইউ

Link copied