দ্বিতীয় ওভারে আরও এক সাফল্য এবাদতের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪ পিএম


দ্বিতীয় ওভারে আরও এক সাফল্য এবাদতের

প্রথম ওভারে জোড়া উইকেট এনে দিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন এবাদত হোসেন। দ্বিতীয় ওভারে আরও এক সফলতা এনে দিলেন তিনি। বিপদজনক হয়ে উঠতে থাকা দানুশকা গুনাথিলাকাকে ফেরালেন তিনি।

পাওয়ারপ্লেতে দারুণ শুরু করেও শ্রীলঙ্কা শেষ করেছিল ৪৮ রানে দুই উইকেট খুইয়ে, সেটা সম্ভব হয়েছিল এবাদতের কল্যাণেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন জোড়া উইকেট।

এক ওভার বিরতি দিয়ে তিনি আবারও ফিরলেন আক্রমণে। আবারও সফলতা এসে লুটিয়ে পড়ল তার পায়ে। দানুশকা গুনাথিলাকা দুই চার মেরে আভাস দিচ্ছিলেন বিপদজনক হয়ে ওঠার। তাকেই ফেরালেন তিনি। 

আগের দুই উইকেট তিনি পেয়েছিলেন শর্ট বলে। অষ্টম ওভারের চতুর্থ বলে তিনি আবারও এক শর্ট বল করেন, সেটাই পুল করতে গিয়ে ভুল করেন দানুশকা। তাসকিন আহমেদ দারুণভাবে সামনে লুটিয়ে পড়ে নেন ক্যাচটা। ৬৭ রানে শ্রীলঙ্কা খোয়ায় তৃতীয় উইকেট।

এনইউ

Link copied