নাফির পছন্দ বাংলাদেশের সাকিব

পাকিস্তানের ক্রিকেটার খাজা নাফি এসেছেন চলতি বিপিএল খেলতে। যদিও পাকিস্তান জাতীয় দলের হয়ে এখনো খেলা হয়নি তরুণ এই ক্রিকেটারের। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নাফিকে নিয়ে বেশ শোরগোল হয়েছিল ক্রিকেট পাড়ায়। পাকিস্তানের এই ক্রিকেটার বিপিএলে খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। যদিও ছিলেন না প্রথম ম্যাচের একাদশে।
মূলত কাশ্মীর প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বেশ নাম ডাক রয়েছে তার। রোববার মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই ক্রিকেটার। জানালেন পাকিস্তানে তার প্রিয় ক্রিকেটার বাবর আজম। এছাড়া বাংলাদেশের প্রিয় সাকিব আল হাসান।
নাফি এ সময় বলেন, 'পুরো পাকিস্তানেরই ফেভারিট বিশ্বমানের ব্যাটার বাবর আজম, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। বাংলাদেশে সবচেয়ে প্রিয় সাকিব আল হাসান।'
প্রথম ম্যাচে সিলেটের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর দলের বার্তা কী ছিল? নাফি বললেন, 'তেমন কিছু বলেনি, শুধু বলেছে কোনো চিন্তা নাই। পরের ম্যাচে ভালো করবো। প্রস্তুতি নিতে এসেছি, কোচ ব্যাটার-বোলারদের সঙ্গে কাজ করছে। ইনশাআল্লাহ পরের ম্যাচে ভালো করবো।'
ম্যাচে সুযোগ পেলে কি করবেন এমন প্রশ্নের জবাবে বলেন, 'ইনশাআল্লাহ, দোয়া করেন। প্রথম ম্যাচ পেলে পারফর্ম করবো। পিচ ও পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করবো।'
এসএইচ