জয়-তামিমের পর রাব্বির ব্যাটে চট্টগ্রামকে হারাল খুলনা

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ পিএম


জয়-তামিমের পর রাব্বির ব্যাটে চট্টগ্রামকে হারাল খুলনা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা দল। মাহমুদুল হাসান জয়ের ৫৯ এবং তামিম ইকবালের ৪৪ রানের পর শেষ দিকে ইয়াসির রাব্বির  ১৭ বলের ৩৬ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় খুলনা দল।

শুরুতে ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে চাপে পড়ে খুলনা দল। এরপর জয় এবং তামিম দেখে শুনেই খেলতে থাকেন দল এগিয়ে নিয়ে। এই জুটি থেকেই আসে শতরান। এরপর তামিম ফিরে যান ৪৪ রান করে। তখনো জয় ছিলেন অবিচল। এরপর অর্ধ-শতক পূর্ণ করে ৫৯ রানে বিদায় নেন খুলনার তরুণ এই ব্যাটার। বাকি পথ অধিনায়ক ইয়াসির রাব্বি এবং আজম খান পাড়ি দেন।

৪ ছক্কা এবং ২ চারে রাব্বি অপরাজিত থাকেন ৩৬ রান করে, অন্যদিকে আজম অপরাজিত থাকেন ১৫ রান করে। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান নেন ২ উইকেট। এছাড়া শুভাগত হোম শিকার করেন ১ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সংগ্রহ করেছিল ১৫৭ রান। ওপেনার উসমান খানের ৪৫ এবং আফিফ হেসেনের ৩৫ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। খুলনার হয়ে এদিন সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন ওয়াহাব রিয়াজ।

এসএইচ

Link copied