পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। রয়েছে একটি টেস্ট ম্যাচও।

মার্চের ১২ তারিখ ঢাকায় আসবে আয়ারল্যান্ড। মূল ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা যা মাঠে গড়াবে ১৫ মার্চ। এরপর ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মূল লড়াই। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এবং ৩১ মার্চ একই মাঠে। এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

এসএইচ/এনইআর

Link copied