কুমিল্লাকে হারাতে নাসিরদের প্রয়োজন ১৬৫

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৩ পিএম


কুমিল্লাকে হারাতে নাসিরদের প্রয়োজন ১৬৫

ঢাকা ডমিনেটরসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দলের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান ফিরে যান মাত্র ৩ রান করেই। তবে অধিনায়ক ইমরুল কায়েস, খুশদিল শাহ এবং জনসন চার্লসের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে কুমিল্লা। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসির হোসেন।

এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিজে থিতু হয়েও ফিরে যান লিটন দাস। ডানহাতি এই ওপেনার করেন ২০ রান। অবশ্য সাময়িক চাপ সামলে নেন ইমরুল-চার্লস জুটি। তবে ব্যক্তিগত ২৮ রান করে ইমরুলের বিদায়ের পর চার্লস ফেরেন ৩২ রান করে।

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও পাননি রানের দেখা, ফিরেছেন ৯ রান করে। খুশদিল ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন। তখনও দলের রান দেড়শোর ঘরে ছোঁয়নি। তবে শেষ দিকে জাকের আলি অনিকের ২০ এবং আবু হায়দার রনির ১১ রানে ভর করে কুমিল্লার দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৬৪।

এসএইচ/এনইআর

Link copied