নিজেদের মাঠে সিলেটের সংগ্রহ ৯২ রান

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম


নিজেদের মাঠে সিলেটের সংগ্রহ ৯২ রান

নিজেদের মাটিতে খেলতে নেমে ১৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটাররা। এক সময় মনে হচ্ছিল বিপিএল ইতিহাসের সর্বনিন্ম রানেই অলআউট হবে সিলেট। তবে পেসার তানজিম হাসান সাকিবের ৪১ রানে ভর করে সিলেট সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ৯২ রান। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় সিলেট। শুরুটা হয়েছিল টম মোরেসকে দিয়ে। এরপর একে একে ফিরে যান নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকির হাসানরা। রান পাননি ইমাদ ওয়াসিম এবং থিসারা পেরেরাও। তবে পেসার তানজিম সাকিব এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জুটিতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে সিলেট।

এই জুটি থেকে আসে ৪৮ রান। এরপর ব্যক্তিগত ২১ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মাশরাফি। তবে অবিচল ছিলেন সাকিব। অর্ধ-শতক না পেলেও ৪১ রানে থাকা অবস্থায় বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন এই পেসার। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং আজমতউল্লাহ ওমরজাই।

এসএইচ

Link copied