অসহায় চোখে রংপুরের দাপুটে জয় দেখল সিলেট

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম


অসহায় চোখে রংপুরের দাপুটে জয় দেখল সিলেট

ম্যাচের দুই ইনিংসেই বোলারদের কার্যত নিষ্প্রভ রেখেছিলেন ব্যাটাররা। ফলে প্রথম ইনিংসে ২ উইকেটে করা সিলেট স্টাইকার্সের ১৭০ রান সহজেই পেরিয়ে গেছে রংপুর রাইডার্স। রনি তালুকদার, মোহাম্মদ নাইম ও শোয়েব মালিকের মারকুটে ব্যাটিংয়ের পর হাতে ছিল আরও দুই ওভার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজকের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর। প্রথম উইকেটে দলের দুই ওপেনার মিলেই তুলে নেন ১০০ রান। ১০.১ ওভারে তখন রংপুরের প্রয়োজন মাত্র ৭১ রান। ফলে ম্যাচ অনেকটাই তাদের দখলে চলে যায়।

dhakapost

এর আগে, সিলেটের লড়াকু ওপেনার তৌহিদ হৃদয়ের ৫৭ বলে ৮৫ রান এবং মুশফিকুর রহিমের ৩৫ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় সিলেট। রংপুরের হয়ে ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং মাহেদী হাসান।

আরও পড়ুন : কাজের ফাঁকে বিপিএলের গ্যালারিতে এলেন তারাও

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন রংপুরের ওপেনার রনি ও নাইম। আউট হওয়ার আগে ৩টি ছয় এবং ৮টি চারে ৩৫ বলে ৬৬ রান করেন রনি। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের বলে তিনি মুশফিকের তালুবন্দী হন। এরপর ৬টি চারে ৩২ বলে ৪৫ রান করে রেজাউর রহমানের বলে বোল্ড হন নাইম।

ম্যাচের বাকি অংশ শেষ করেছেন শোয়েব মালিক ও নুরুল হাসান সোহান। মালিক ২৪ বলে ৪১ এবং সোহান ১৭ রানে অপরাজিত ছিলেন। মালিকের ইনিংসে ১টি ছয় এবং ৪টি চারের বাউন্ডারি ছিল। 

এএইচএস

Link copied