প্রিটোরিয়াসের সঙ্গে বরিশালে আসছেন টপলে

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ এএম


প্রিটোরিয়াসের সঙ্গে বরিশালে আসছেন টপলে

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৭টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। নিশ্চিত হয়েছে প্লে-অফ। তবে নতুন করে আরও দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকা থেকে আসছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং ইংল্যান্ড থেকে আসছেন রিস টপলে। 

যদিও প্রিটোরিয়াসের আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল। তবে নতুন করে ইংলিশ পেসার টপলির আসার খবর ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, '৬ তারিখ প্রিটোরিয়াস দলের সঙ্গে যোগ দেবেন এবং ইংল্যান্ডের টপলে ৭ তারিখ বাংলাদেশে আসবে। আপাতত তাদের ভিসা কার্যক্রম চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা আসবেন।'

মূলত বরিশাল দল তাদের পাকিস্তানি ক্রিকেটারদের পরবর্তী ম্যাচ গুলোতে না পাওয়ার কারণে নতুন করে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে যাচ্ছে। ইতোমধ্য চলে গেছেন হায়দার আলী এবং ইফতেখার আহমেদ। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমও ফিরে যাচ্ছেন পাকিস্তানে। অবশ্য ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলেই উড়াল দেবেন তিনি।

তবে বরিশালের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে থাকবেন চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাত। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ এবং নাভিন উল হকের আসার সম্ভাবনাও রয়েছে।

এসএইচ/এফআই

 

 

Link copied