নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম


নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে নারী আইপিএল। এর আগে চলতি আসরের জন্য মুম্বাইয়ে মেগা নিলাম বসবে ১৩ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজি লিগটির জন্য বিশ্বের ১৫২৫ ক্রিকেটার নাম জমা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই তালিকা থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৪০৯ জন ক্রিকেটারকে। নিলামে রয়েছেন বাংলাদেশ থেকে ৯ জন ক্রিকেটার।

২৪৬ জন ভারতীয়র সঙ্গে ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন তালিকায়। পেস বোলারদের প্রথম সেটে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। অলরাউন্ডারদের দ্বিতীয় সেটে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সালমা খাতুনকে। 

এ ছাড়া স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মনি ও সোবহানা মুস্তারি রয়েছেন নারী আইপিএলের নিলামের তালিকায়।

সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন ২৪ জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি করে। এর মধ্যে রয়েছেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা ও শেফালি ভার্মার মতো তারকা ক্রিকেটাররা।


এসএইচ/এফআই

Link copied