নারী আইপিএলে অবিক্রিত জাহানারা-সালমা

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম


নারী আইপিএলে অবিক্রিত জাহানারা-সালমা

আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে নারী আইপিএলের প্রথম আসর। এর আগে উদ্বোধনী আসরটির জন্য সোমবার মুম্বাইয়ে বসেছে মেগা নিলাম। আগেই জানা গিয়েছিল ৯ বাংলাদেশি ক্রিকেটার আছেন নিলামে। তবে এখন পর্যন্ত দল পাননি কেউই। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ডব্লিউআইপিএলের নিলামে বাংলাদেশি পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার সালমা খাতুনের নাম উঠলেও আগ্রহ দেখায়নি পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই। 

জাহানারার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি আর সালমার ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ রুপি। 

এর আগে অবশ্য ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে যে টুর্নামেন্ট হতো ভারতের মাটিতে। সেখানে দুটি আসর খেলেছেন জাহানারা আলমরা।  নিলামে নাম রয়েছে নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি, সোবহানা মোস্তারি, সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, স্বর্ণা আক্তারের মতো ক্রিকেটারদের।


এসএইচ/এফআই

Link copied