পাকিস্তানে গেলেন সাকিব, বাবরদের হয়ে রাতেই নামছেন

গেল রোববার এলিমিনেটরে হেরে বিপিএল থেকে বিদায় নেয় ফরচুন বরিশাল। ফলে সাকিব আল হাসানের এবারের বিপিএল যাত্রা শেষ হয়ে যায়। যে কারণে এই ফাঁকা সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে তিনি দলের সঙ্গে যোগ দেন।
দলের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করে সাকিবের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে তারা। পিএসএলে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন সাকিব। এরপর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে।
মূলত মার্চের শুরুতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ থাকায় পিএসএলে পাঁচ ম্যাচ খেলতে সাকিবের সঙ্গে পেশোয়ারের চুক্তি হয়েছে। সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই অলরাউন্ডার।
পিএসএলের এবারের আসরের দ্বিতীয় দিনে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল পেশোয়ার জালমি। এ ম্যাচ থেকেই সাকিবকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে বোর্ডটি।
বিবৃতিতে তারা জানায়, সম্পূরক বাছাই হিসেবে সাকিব আল হাসানকে দলে টেনেছে পেশোয়ার জালমি। মঙ্গলবারের করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থেকেই একাদশে থাকতে পারবেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে খেলবেন সাকিব।
এসএইচ/এফআই