হৃদয়-তাইজুল কেন দলে, জানালেন নান্নু

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৯ পিএম


হৃদয়-তাইজুল কেন দলে, জানালেন নান্নু

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ পারফর্ম করা তৌহিদ হৃদয় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য টাইগার স্কোয়াডে রয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। এছাড়া দীর্ঘ ছয় মাস পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। 

তৌহিদ হৃদয় এবং তাইজুল ইসলামকে দলে নেওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, মিডল অর্ডারে আমরা একটা খেলোয়াড় চাইছি যে কনফিডেন্টলি ব্যাট করতে পারে। ওকে (হৃদয়) তো আমাদের তৈরী করতে হবে। আমরা যথেষ্ট কনফিডেন্ট ওর ব্যাপারে। এইচপিতে ভালো করেছে। এ দলেও ভালো করেছে। আশা করছি যে এখানেও সে নিজেকে মানিয়ে নিতে পারবে।

নান্নু যোগ করেন, ওকে নিয়ে পরিকল্পনা আছে বলেই আমরা ওভাবে যাচ্ছি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে নতুন কোচ আসছে ২০ তারিখ, তখন আমরা বিস্তারিত জানাব।  যাদেরকে সুযোগ দিচ্ছি যথেষ্ট কনফিডেন্ট যে অবশ্যই এদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাব।

তাইজুলকে দলে নেওয়ার ব্যাপারে নান্নু বলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই ওকে (তাইজুল) আমরা নিয়েছি। অধিনায়কও এটার সঙ্গে যুক্ত ছিলেন। কোচের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া স্পিন বোলিং কোচের সঙ্গেও আলোচনা হয়েছে। সবকিছু মিলিয়েই আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিজ বাই সিরিজ সামনেও আমাদের যেসব খেলোয়াড় আছে অধিকাংশকে দেখা হবে।

এসএইচ/এনইআর

Link copied