মিরপুরে হাথুরুর দ্বিতীয় ইনিংস শুরু

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম


মিরপুরে হাথুরুর দ্বিতীয় ইনিংস শুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার রাতে ঢাকায় পা রাখার পরদিনই তিনি মিরপুর শেরে-ই বাংলা মাঠে হাজির হয়েছেন। সকাল ১১টায় মাঠে এসে প্রথমেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু।

এর আগেই মিরপুরে অনুশীলনে যোগ দেন ইয়াসির রাব্বি, রেজাউর রহমান রাজা, নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনরা। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অন্য সদস্যরাও অনুশীলনে যোগ দেবেন।

আরও পড়ুন : ‘ঢাকা পৌঁছেই হাথুরু বললেন ‘ফিরতে পেরে দারুণ খুশি’

দ্বিতীয় দফায় সাকিব আল হাসানদের কোচিং করাতে সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন হাথুরুসিংহে। নতুন করে হাথুরুর ফেরা উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সে সময় তাৎক্ষণিক মন্তব্যও জানান তিনি, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

এসএইচ/এএইচএস

Link copied