টিকিটে ইংল্যান্ডের পতাকা ভুল, বিসিবি বলছে ‘প্রিন্টিং মিসটেক’

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৭ পিএম


টিকিটে ইংল্যান্ডের পতাকা ভুল, বিসিবি বলছে ‘প্রিন্টিং মিসটেক’

প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজ শুরুর আগে মাঠের খেলার চেয়ে বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনা চলছে। ম্যাচ শুরুর যখন আর মাত্র ঘণ্টা বিশেক বাকি, তখনও আলোচনার কেন্দ্রে বাইরের বিষয়। এবার ম্যাচের টিকিটে ধরা পড়েছে ভুল। ইংল্যান্ডের পতাকার জায়গায় সেখানে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের পতাকা। এ ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

পতাকা ব্যবহারে ভুলের ঘটনাকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি দেখেছি এটা (টিকিটে ভুল)। ওটা আসলে প্রিন্টিং মিসটেকের কারণে হয়েছে। সেটি ইতোমধ্যে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টিকিট কারেকশনে চলে গেছে। আমরা একটা প্রেস রিলিজ দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি।’

তবে ভুল টিকিটেই দর্শকদের সিরিজের প্রথম ম্যাচ দেখতে হবে। টিটু জানান, ‘প্রথম ম্যাচের তো টিকিট হয়ে গেছে। এখন দ্বিতীয় ম্যাচ থেকেই এর পরিবর্তন হয়ে যাবে।’

অন্যদিকে, এটিকে ভুল হিসেবে মানতে নারাজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি। তিনি বলছেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।’

মূলত টিকিটে ইংল্যান্ডের জায়গায় যুক্তরাজ্যের পতাকার ছবি ছাপানো হয়েছে। অথচ ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ কয়েকটি দেশ মিলে যুক্তরাজ্য গঠিত। ক্রিকেটে তাদের প্রত্যেকেই আলাদা দেশ হিসেবে খেলার আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে।

এসএইচ/এএইচএস

Link copied