ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তামিম-তাইজুল

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০১ মার্চ ২০২৩, ১১:৪০ এএম


ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তামিম-তাইজুল

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়তে যাচ্ছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। যেখানে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ দল। একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। 

ভারতের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল। এছাড়া ভারত সিরিজের দলে ছিলেন না তাইজুল ইসলামও। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো ফিরেছেন দলে। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক),  উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড। 

এসএইচ

Link copied