আশা জাগিয়েও ফিরে গেলেন সাকিব

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৩ মার্চ ২০২৩, ০৬:৩৪ পিএম


আশা জাগিয়েও ফিরে গেলেন সাকিব

দলের অন্যান্য ব্যাটাররা যখন যাওয়া-আসার মিছিলে ঠিক তখনই ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। তবে অর্ধ-শতক পূর্ণ করে ক্রিজে আর বেশিক্ষণ টিকতে পারলেন না। ফিরে গেছেন ৫৮ রান করে। আদিল রশিদের করা বলে স্যাম কারানের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তারকা এই অলরাউন্ডার।

এর আগে তামিম ইকবালের সঙ্গে অর্ধ-শত রানের জুটি গড়েছিলেন সাকিব। তবে ক্রিজে থিতু হয়ে তামিমও ফিরে গেছেন প্যাভিলিয়নে। মঈন আলির করা বলে ক্যাচ আউট হয়ে ৩৫ রান করে বিদায় নেন টাইগার এই অধিনায়ক।

৩০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১২৮ রান। এই মুহূর্তে ক্রিজে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন। 

এর আগে শুরুতে টাইগারদের হয়ে রান পাননি দলের সেরা তিন ব্যাটার। নাজমুল হোসেন শান্ত (০), মুশফিকুর রহিম (৪), লিটন দাস ফিরেছিলেন (০) রানে। 

জয়ের জন্য টাইগারদের এখনো প্রয়োজন ১৯৯ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

এসএইচ/এফআই

Link copied