ডুফা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ভাইকিংস

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ ২০২৩, ০৪:৪৪ পিএম


ডুফা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ভাইকিংস

ছবি: সংগৃহীত

ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরটা দারুণভাবে শুরু করেছিল ডুফা ভাইকিংস। শুরুর এমন ধারাবাহিকতা তারা শেষ পর্যন্ত ধরে রেখেছে। আসরের ফাইনালে ডুফা গ্ল্যাডিয়েটর্সকে ৪ রানের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভাইকিংসরা।  

ফাইনাল ম্যাচ ৮ ওভারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। খেলা হয়েছে ৩ ওভারে। ম্যাচের দৈর্ঘ্য কমলেও উত্তেজনায় একটুও ভাটা পড়েনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত। 

ফাইনাল ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২৩ এর এবারের আসর। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রাকিবুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান বিকাশ এর পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুঈদ এবং ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের। তারা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

এবারের আসরে সর্বোচ্চ ব্র্যান্ডিংয়ের জন্য সেরা ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পেয়েছে ডুফা নাইট রাইডার্স। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ডুফা টাইটান্স। বেস্ট ইনোভেটিভ ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পেয়েছে ডুফা চ্যালেঞ্জার্স এবং বেস্ট এক্টিভ ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পেয়েছে ডুফা ওরিয়র্স।

টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফর্মেন্স করেন চ্যাম্পিয়ন ভাইকিংসের রবীন। ভাইকিংসদের চার ম্যাচের চারটিতেই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ৭ উইকেট শিকার করে আসরের সেরা বোলার হয়েছেন তিনি। পাশাপাশি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও নিজের নিজের ঝুলিতে পুড়েছেন রবীন। 

এবারের আসরে সবচেয়ে বেশি ১৫০ রান এসেছে টাইটান্সের জামিলের ব্যাট থেকে। তিনি মাত্র ৩ ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে রেকর্ড গড়েছেন। এবার সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন ভাইকিংসের হুমায়ুন। সেরা উইকেটকিপারের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দল ভাইকিংসের জাহিদ কবির।

এর আগে গত শুক্রবার (৩ মার্চ) সকালে ডুফা প্রিমিয়ার লিগ উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা। ছয় দলের এই টুর্নামেন্টের এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে। ডুফা ভাইকিংস এবং ডুফা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ দিয়ে আসরের পর্দা ওঠেছিল। মজার ব্যাপার হচ্ছে, আসরের শেষ ম্যাচেও মাঠে ছিল এই দুই দল। 

এইচজেএস/এফআই

Link copied