সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ ২০২৩, ০৫:০৩ পিএম


সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজের ৩য় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনে দলকে এগিয়ে নিচ্ছিলেন। উদ্বোধনী জুটিতে তারা তুলে নেন ৫৪ রান। তবে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ইনিংসের নবম ওভারে এসে প্রথম সাফল্য পায় টাইগাররা। সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান। 

এরপর নতুন ব্যাটসম্যান ডেভিড মালানকে শূন্য রানেই ফিরিয়ে দেন পেসার এবাদত হোসেন। কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানো এই টপ অর্ডার ব্যাটার।

পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা ওপেনার জেসন রয়। ৫৪ রানে শূন্য উইকেট থেকে ৫৫ রানে ৩ উইকেটে পরিণত হয় ইংল্যান্ড।

এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান।

এর আগে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান। ৪৯তম ওভারে অলআউট হয় বাংলাদেশ।

এসএইচ/এইচজেএস 

 

Link copied