মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ ২০২৩, ১১:৩৩ এএম


মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

ছবি: সংগৃহীত

আগামী রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। এরপর ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।  শুক্রবার এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।

মিরপুরের মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি সবগুলো ম্যাচের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।

ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১৫০০ টাকা। নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা।

ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা করে। শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এই কাউন্টার খোলা থাকবে সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। 

শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা

ক্লাব হাউজ- ৫০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

প্রাপ্তিস্থান- শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম (মিরপুর)

এসএইচ/এইচজেএস 

Link copied