গ্যালারিতে 'বাংলাদেশ, বাংলাদেশ' চিৎকার

ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ দল। রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারাতে পারলেই দেশটির বিপক্ষে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পাবে টিম টাইগার্স। আর এমন মাহেন্দ্রক্ষণের ম্যাচে বাংলাদেশকে সমর্থন যোগাতে মিরপুরের গ্যালারিতে দর্শকদের উপচেপড়া ভিড়।
দেশের দূরদূরান্ত থেকে সাকিব আল হাসানদের সমর্থন দিতে মিরপুরে জড়ো হয়েছেন লাল-সবুজের সমর্থকরা। চোখের সামনে বাংলাদেশের খেলা দেখা কিংবা প্রিয় সব ক্রিকেটারদের এক নজর দেখতেই যতসব কষ্ট এই দর্শকদের। অবশ্য বাংলাদেশ ক্রিকেটের প্রাণ বলা হয়ে থাকে দেশের ভক্ত-অনুরাগীদের।
রংপুর-পঞ্চগড় কিংবা খুলনা সব জেলা কিংবা উপজেলা থেকেই মিরপুর শেরে-ই বাংলায় এসেছেন এসব দর্শকরা। রনি মোহাম্মদ নামের একজন এসেছেন রংপুর থেকে। জানালেন প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে সাপোর্ট দিতে। এছাড়া খুলনার চুকনগর থেকে এসেছেন রাখিন রহমান। জানালেন প্রথমবার প্রিয় ক্রিকেটার সাকিবকে কাছ থেকে দেখার বাসনার কথা।
স্টেডিয়ামের সব গ্যাল্যারিতেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। তার মধ্যে দেখা গেল পেসার তাসকিন আহমেদের ছেলে তাসফীন আহমেদ রিহানকেও। তাসকিনের বাবার সঙ্গে এসেছেন রিহান তার বাবাকে সাপোর্ট দিতে।
এসএইচ/এফআই