নতুন বলে রান করাটা চ্যালেঞ্জিং ছিল: লিটন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ ২০২৩, ১০:৫৭ পিএম


নতুন বলে রান করাটা চ্যালেঞ্জিং ছিল: লিটন

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে খুব একটা সাবলীল ছিলেন না লিটন দাস। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে খেলেছেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। তবে ম্যাচে শেষে লিটন জানালেন নতুন বলে রান করাটা সহজ ছিল না, একটু চ্যালেঞ্জিংই ছিল। 

লিটন বলছিলেন, 'নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল। আমার কিছু সময় উইকেটে কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে, তাতে আমার চাপ কিছুটা কমেছে। আমিও ইনিংসটা সাজাতে পেরেছি।'

লিটন জানালেন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার পরই আত্মবিশ্বাস বেড়েছে, 'আমরা আসলে তৃতীয় ওয়ানডে জেতার পর বিশ্বাস পেয়েছি যে এই ইংল্যান্ডকে হারানো যায়। আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটসম্যানরাও ভালো করছে। ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইডও আছে। জিতব কি না, এমন চিন্তা করার দরকার ছিল না আমাদের। যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতব, এই বিশ্বাস ছিল।’ 

পরবর্তী সিরিজেও এভাবে এগোতে চান লিটন, 'আমি এটাও বলব না যে আমরা পরের সিরিজে বা তার পরের সিরিজে একেবারে বড় কিছু করে ফেলব। আমরা যেভাবে খেলছি, এভাবে যদি খেলে যেতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারব।’ 

এসএইচ/এইচজেএস

টাইমলাইন

Link copied