বাংলাদেশের জয়ের পর ভনকে কেন খুঁজছেন এই ভারতীয়?

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড একই ফরম্যাটেই ধবলধোলাই হয়েছে বাংলাদেশের কাছে। প্রথমবারের মতো তারা টাইগারদের বিপক্ষে সিরিজ হারের পর হোয়াইটওয়াশও হয়েছে। যা স্বাভাবিকভাবেই চরম হতাশা উপহার দিয়েছে ইংলিশদের। জস বাটলারদের এই কঠিন সময়ে মুখে কুলুপ এটেছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। ঠিক সেই পরিস্থিতিতেই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে খুঁজতে শুরু করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর!
মূলত ইংলিশদের লজ্জাজনক হারের দিনে তাকে খোঁচা দেওয়ার সুযোগটি হাতছাড়া করতে চাননি এই ভারতীয়। সে লক্ষ্যেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ওয়াসিম জাফর টুইট করেছেন। এমনকি তিনি টাইগারদের অনুশীলন জার্সিও পরেছেন। জার্সি পরিহিত অবস্থায় একটি ছবি দিয়ে জাফর লেখেন, ‘হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না।’
বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে রয়েছেন জাফর। সাকিব আল হাসানদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ না থাকলেও তিনি বাংলাদেশ দলের সঙ্গেই আছেন। অন্যদিকে, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বর্তমানে ধারাভাষ্যে পরিচিত মুখ। ভারতসহ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাকে সরব থাকতে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ইংলিশদের পারফরম্যান্স নিয়ে এখন পর্যন্ত তাকে কথা বলতে দেখা যায়নি। জাফরের সঙ্গেও তার কথার লড়াই অনেক পুরনো।
— Wasim Jaffer (@WasimJaffer14) March 14, 2023
মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠার পর তিনি ধারাভাষ্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন। দেশটির ঘরোয়া লিগের ম্যাচে ইয়র্কশায়ারের ক্রিকেটার রফিক ভনের বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। রফিকের অভিযোগ, ‘ভন বলেছিলেন, দলে তোমাদের মতো লোক খুব বেশি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে।’
রফিকের দাবি ২০০৯ সালে এই ঘটনাটি ঘটেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ভন। তার বিরুদ্ধে সেই বিষয়ে তদন্ত চলছে।
একইসঙ্গে অভিযোগ উঠার পরই অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয় ভনকে। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে মামলা চলায় তিনি চাকরি হারিয়েছেন। এই কারণে তার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে বলে দাবি ভনের আইনজীবীর। যদিও জাফর সে সবের তোয়াক্কা করেননি। সুযোগ পেতেই তিনি খোঁচা দিলেন ভনকে।
এএইচএস
টাইমলাইন
-
১৫ মার্চ ২০২৩, ১০:৪৬
‘টিম স্পিরিটেই এমন ফল পেয়েছে টাইগাররা’
-
১৫ মার্চ ২০২৩, ০৯:৩৫
বাংলাদেশের জয়ের পর ভনকে কেন খুঁজছেন এই ভারতীয়?
-
১৫ মার্চ ২০২৩, ০৮:৩৯
এবার মিরপুরের মাঠকর্মীদের ২ লাখ টাকা পুরস্কার
-
১৪ মার্চ ২০২৩, ২২:৫৭
নতুন বলে রান করাটা চ্যালেঞ্জিং ছিল: লিটন
-
১৪ মার্চ ২০২৩, ২১:৪৮
হারের দায় নিজের ঘাড়ে নিলেন বাটলার
-
১৪ মার্চ ২০২৩, ২১:৪৬
বাংলাওয়াশের নায়ক শান্ত
-
১৪ মার্চ ২০২৩, ২০:৫৫
এশিয়ার সেরা ফিল্ডিং দল বাংলাদেশ, দাবি সাকিবের
-
১৪ মার্চ ২০২৩, ২০:২৬
লিটনের ব্যাটিংয়ের সময় চিন্তায় ছিলেন প্রধানমন্ত্রী
-
১৪ মার্চ ২০২৩, ২০:০৩
হোয়াইটওয়াশের কথা ভাবেননি সাকিবও
-
১৪ মার্চ ২০২৩, ১৯:৫২
হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন সাকিবরা
-
১৪ মার্চ ২০২৩, ১৯:৪৭
টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত বাংলাওয়াশের কীর্তি
-
১৪ মার্চ ২০২৩, ১৯:২০
সেঞ্চুরি পেলেন মুস্তাফিজ
-
১৪ মার্চ ২০২৩, ১৮:৪৬
ইংরেজদের বাংলাওয়াশ করায় দর্শকদের আনন্দের জোয়ার
-
১৪ মার্চ ২০২৩, ১৮:২৯
বিশ্বসেরাদের বাংলাওয়াশ করল টাইগাররা
-
১৪ মার্চ ২০২৩, ১৭:৫৩
ক্রিকেটের সব পথ এসে মিশেছে মিরপুরে