ওয়ানডেতে বর্ষসেরা মিরাজ, টেস্টে এবাদত

ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সিরিজে ব্যাট হাতে দলকে অসম্ভব জয় এনে দেন মিরাজ। প্রথম ম্যাচে তার অসাধারণ কীর্তির পর দ্বিতীয় ম্যাচে তিনি করে অবিশ্বাস্য এক সেঞ্চুরি। সে ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে এই টাইগার অলরাউন্ডার ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দেন।
এবার মিরাজের ওই ব্যাটিং নৈপুণ্যকে স্বীকৃতি দিয়েছে ভারতের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। জনপ্রিয় এই ওয়েবসাইটে মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য নির্বাচিত করেছে।
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 18, 2023
অন্যদিকে, সাদা পোশাকে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। স্বপ্নের মতো পার করা ওই টেস্টে এবাদত দলকে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন।
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 18, 2023
সেবারই প্রথম বিদেশের মাটিতে কিউইদের প্রথমবার টেস্ট হারায় বাংলাদেশ। সে ম্যাচে দিনের শেষ সেশনে এবাদত ৭ বলের স্পেলে নিঃশ্বেষ করে দেন স্বাগতিকদের। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। ইবাদতের সেই বোলিংকেই বছর সেরার স্বীকৃতি দিয়েছে ভারতের এই ওয়েবসাইটটি।
ইএসপিএন প্রকাশিত অ্যাওয়ার্ডের তালিকায় যারা আছেন :
টেস্ট ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : জনি বেয়ারস্টো, ১৩৬ বনাম নিউজিল্যান্ড, নটিংহ্যাম
টেস্ট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : এবাদত হোসেন, ৬/৪৬ বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই
ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : মেহেদী হাসান মিরাজ, ১০০* বনাম ভারত, মিরপুর
ওয়ানডে বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : জসপ্রিত বুমরাহ, ৬/১৯ বনাম ইংল্যান্ড, ওভাল
টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : সূর্যকুমার যাদব, ১১১* বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই
টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : স্যাম কারান, ৩/১২ বনাম পাকিস্তান, মেলবোর্ন
এসএইচ/এএইচএস