আক্রমণাত্মক হতে গিয়ে ফিরলেন লিটনও

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০২৩, ০২:৫১ পিএম


আক্রমণাত্মক হতে গিয়ে ফিরলেন লিটনও

অধিনায়ক তামিম ইকবালের পর এবার আউট হয়ে ফিরেছেন লিটন দাসও। প্রথম উইকেটের পতনে তিনি বেশ দেখেশুনেই খেলছিলেন। কিন্তু আক্রমণাত্মক হতে গিয়ে কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ তুলে দিয়েছেন লিটন। আগের ক্যাচ নেওয়া পল স্টার্লিংয়ের হাতে তালুবন্দী হওয়ার আগে তিনি ৩১ বলে ২৬ রান করেছেন।

এর আগে মাত্র ৩ রান করেই ফিরে যান তামিম ইকবাল। ব্যাটে থিতু হতে না পারার বৃত্ত থেকে তিনি এবারও বের হতে পারলেন না। তামিমের ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ ভালোভাবেই আগাচ্ছিলেন লিটন। দেখেশুনে খেলছিলেন বাউন্ডারিও। সিলেটের পিচে বেশ বাউন্স পাওয়া পেস বলে অবশ্য শুরুতে তেমন ঝুঁকি নেননি। কিন্তু কি মনে করে মিডিয়াম পেসার মার্ক অ্যাডয়ারের বলে উড়িয়ে খেলতে গিয়েই লিটন উইকেট খুইয়ে বসেন। লিটন-শান্ত’র জুটিটা আরও বড় হতে পারত। ৩৪ রানের জুটি থামল দলীয় ৪৯ রানে।

ক্যাম্ফারের বলে আউট হওয়ার আগে তামিমও স্টালিংয়ের হাতে ধরা পড়েন। বৃত্তের বাইরে পাঠাতে ব্যর্থ লিটনও তাকেই ক্যাচ দিয়েছেন। হাল ধরতে ক্রিজে শান্তর সঙ্গে ব্যাট করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এএইচএস 

টাইমলাইন

Link copied