হাফ সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন হৃদয়

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০২৩, ০৪:৩৭ পিএম


হাফ সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন হৃদয়

ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুর দিকেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের। এবার সপ্তাহ তিনেকের ব্যবধানে পেয়ে গেলেন ওয়ানডে ক্যাপ। আর তিনি অভিষেকটা রাঙালেন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। ৫৫ বল খেলে নিজের প্রথম ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন এই তরুণ ব্যাটার।

এর আগে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ড সিরিজে। তবে পুরো ওয়ানডে সিরিজ সাইটবেঞ্চে বসে কাটাতে হয়েছে এই মিডল অর্ডার ব্যাটারকে। তবে তার সেই অপেক্ষার অবসান ঘটেছে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই। 

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হৃদয়। এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ গত বছরের আগস্টে অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ বিশ্বকাপ জয়ী দলের একাদশে ছিলেন হৃদয়। মূলত যুবাদের সেই বিশ্ব আসরে পারফর্ম করেই লাইম লাইটে আসেন তিনি। এরপরই বিসিবির এইচপি দলের হয়েও খেলার সুযোগ পান তিনি।

এইচজেএস

টাইমলাইন

Link copied