মুমিনুলের ঝড়ের পর বৃষ্টির জয়

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০২৩, ০৭:৫৬ পিএম


মুমিনুলের ঝড়ের পর বৃষ্টির জয়

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ ম্যাচ ছিল মোট তিনটি। অথচ ফলাফল এসেছে মাত্র একটিতে। বাকি দুই ম্যাচে জয় হয়েছে বৃষ্টির। যেই তালিকায় আছে রূপগঞ্জ টাইগার্স ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। রূপগঞ্জকে এদিন ফলাফল এনে দিতে না পারলেও মিরপুরের মেঘলা আকশের নিচে আলো ছড়িয়েছেন মুমিনুল হক।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে আগে ব্যাট করতে দিয়েছিল মোহামেডান। ২১ ওভার ব্যাট করে ৫ উইকেটে হারিয়ে ২২২ রান তুলে তারা। 

বৃষ্টি মাথায় নিয়ে ডিএল মেথডের সমীকরণ থাকায় শুরু থেকেই আগ্রাসী ছিল রূপগঞ্জ। তাতে অগ্রণী ভূমিকা নেন গত বিপিএলে দল না পাওয়া মুমিনুল। ইনিংস ওপেন করতে নেমে এদিন ঝড় তুলেন তিনি। ইমরানকে নিয়ে পাওয়ার প্লেতে তুলেন ৬০ রান। দ্বিতীয় উইকেটে আমানদীপের সঙ্গে আরও ৭৭ রান যোগ করেন তিনি।

খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১১ চার, ১ ছক্কায়  ৪১ বলে ৭৪ রান করেন টেস্ট স্পেশালিষ্ট তকমা পাওয়া এই বাঁহাতি। রূপগঞ্জের ইনিংসে নামা বৃষ্টি আর খেলার পরিস্থিতি তৈরি করতে পারেনি। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ। 

এইচজেএস 

Link copied