আইপিএলে খেলা প্রসঙ্গে যা বললেন লিটন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ ২০২৩, ০৯:০৬ এএম


আইপিএলে খেলা প্রসঙ্গে যা বললেন লিটন

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে বাংলাদেশ থেকে খেলবেন তিনজন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবারের আসরে নাম রয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসের। শুরু থেকে মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চয়তা থাকলেও, এখনও ধোয়াশা রয়ে গেছে সাকিব-লিটনদের খেলা নিয়ে।

যদিও টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যেই অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব-লিটন। বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। অবশ্য এই বোর্ড কর্তা বলেছিলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।

দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পরে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘আমরা এপ্লাই করেছি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। পেলে জানাবো। ’

লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টর এই সময়টার জন্যও কি এনওসি চেয়েছেন? জবাবে লিটন বলেছেন, ‘ডিসিশন হয়নি এখনও। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।’

সাকিব আল হাসান এবং লিটন দাস আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের ঠিকানা দিল্লি ক্যাপিটালস।

এসএইচ/এইচজেএস 

Link copied