দলে ডাক পেয়ে জাকির জানালেন, 'স্বাভাবিক'

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৬:৫১ পিএম


দলে ডাক পেয়ে জাকির জানালেন, 'স্বাভাবিক'

বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন প্রত্যেকটা খেলোয়াড়েরই থাকে। একইসঙ্গে সবাই স্বপ্ন বুনতে থাকেন কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। ঠিক তেমনি একটা দিনের সাক্ষী হলেন জাকের আলি অনেক। খেলছিলেন ডিপিএলের ম্যাচ এর মধ্যেই জানতে পারলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।

মোহামেডানের বিপক্ষে ম্যাচ জয় শেষে মিরপুর শেরে-ই বাংলা মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন জাকের। সেখানে জাতীয় দলে ডাক প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক ভালো লাগছে। প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, বড় পারফরম্যান্স করার। এবার সুযোগ এসেছে, চেষ্টা করবো ভালো কিছু করার। ম্যাচের মধ্যেই জানতে পারছি যে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। সুজন (আবাহনী কোচ খালেদ মাহমুদ) স্যার আগেই বলেছিল রেডি থাকিস, আমি সিউর জানতাম না। ম্যাচ চলাকালীন জানতে পারলাম।'

জাকের যোগ করেন, 'আমি স্বাভাবিক আছি। আলহামদুলিল্লাহ। আমি বললাম না যে অন্যান্য ম্যাচগুলোতে যেরকম ফোকাসে থাকি, এরকম ফোকাস নিয়েই যাবো ইনশাআল্লাহ।'

আরও পড়ুন: এবাদতের নতুন নাম দিলেন ডোনাল্ড

পরিবারের কারও সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে তার জবাব, 'এখনো পর্যন্ত হয়নি। আমিতো মাঠে থেকেই জানলাম। এখনো নিজের ফোনই হাতে নিতে পারিনি।'

একাদশে সুযোগ পেলে নিজের লক্ষ্য সম্পর্কে জানিয়ে জাকের বলেন, 'যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে আমি চেষ্টা করবো বিপিএলে যেমনটা খেলেছি, সেরকম ক্যামিও ইনিংসগুলো খেলার।'

 এসএইচ/এফআই

Link copied