ঘরের মাঠে বাংলাদেশের সেঞ্চুরি

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৭ মার্চ ২০২৩, ০৪:০০ পিএম


ঘরের মাঠে বাংলাদেশের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমেই একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয় ২০০৬ সাল থেকে। শুরু থেকেই বাংলাদেশ দল ক্রিকেটের ছোট এই ফরম্যাট খেলে আসছে। তবে কখনো দাপটের সাথে নিজেদের মেলে ধরতে পরেনি। তবে ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে বাংলাদেশ খেলে ফেলেছে ১৪৮ টি ম্যাচ।

আজ ঘরের মাটিতে ১০০ ম্যাচ পূর্ণ করলেও বিদেশের মাটিতে এখনও হাঁফ সেঞ্চুরি ছুঁতে পারেনি বাংলাদেশ। মোট ম্যাচের দুই-তৃতীয়াংশই খেলেছে দেশে। আর ঘরের বাইরে খেলেছে মোট ৪৮ ম্যাচ। 

দলীয় রেকর্ডের দিনে টাইগার ওপেনার লিটন দাস গড়েছেন নিজের রেকর্ড। বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তারকা এই ওপেনার। এই ওপেনারের ১৫০০ রান করতে ম্যাচ খেলেছেন ৬৯টি।

এসএইচ/এইচজেএস 

টাইমলাইন

Link copied