‘ডি ককরা পারলে আমরাও পারব’, তাসকিনকে লিটন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৭ মার্চ ২০২৩, ০৯:৩৯ পিএম


‘ডি ককরা পারলে আমরাও পারব’, তাসকিনকে লিটন

ছবি: সংগৃহীত

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আইরিশ বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। যার শুরুটা করেছিলেন লিটন দাস। সাজঘরে ফেরারা আগে ২৩ বল খেলে তিনি নামের পাশে যোগ করেন ৪৭ রান। এই ওপেনারের এমন ইনিংসের পেছনের রহস্য জানিয়েছেন তাসকিন আহমেদ।

গত রোববার ওয়েস্ট-ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচে ঘটেছে বিরল এক ঘটনা। এ ম্যাচে দুই সেঞ্চুরিতে মোট রান এসেছে ৫১৭। রান বন্যার এই ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজেছেন লিটন। আর তাতে ভর করেই কিনা খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। 

ম্যাচ শেষে তাসকিন বলেন, '(লিটন-রনির ব্যাটিং) খুবই ভালো লাগছিল। গতকালকে ১০০ রান ( ১০২ রান) দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, ‘কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি(হাসি)?’ (লিটন) বলে, হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব। ’

তাসকিন যোগ করেনন, ‘তো এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশাআল্লাহ্‌! এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।'

এসএইচ/এইচজেএস

Link copied