অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে নিজেদের তুলনা করলেন সাকিব

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৯ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম


অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে নিজেদের তুলনা করলেন সাকিব

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি বাইশ গজে নামলেই কাটা-ছেড়া করতে হয় রেকর্ড বই। এই যেমন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্ট ম্যাচ। যেখানে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে শিকার করেছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারে দ্বিতীয় বার। টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র অধিনায়ক সাকিব, যিনি বল হাতে দুই বার ফাইফার পেয়েছেন। পাশাপাশি এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন তিনি।

ব্যাট হাতে ৩৮ রানের সঙ্গে ৫ উইকেট তুলে নেওয়ায় সাকিব হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করার সময় সাকিব বলেন, 'গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম আমরা।’ 

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, 'টেক্টর স্লো বল করলে তা বেশ ঘুরছিল। তখনই আমার মনে হয়েছিল, স্পিনারদের জন্য সুবিধা আছে। সেজন্য শুরুতে হাত ঘুরানোর সিদ্ধান্ত নিই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলে, সেটাকে ৩-০ করার কথা ভাবে। বড় দলের মতো আমরাও তেমনই ভাবছি।’

এসএইচ/এইচজেএস 

Link copied