আগ্রাসী মনোভাব চালিয়ে যেতে চান সাকিব

হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আগের ম্যাচগুলোতে সাহসী ব্যাটিংয়ে সাফল্য এলেও আজ মুদ্রার উল্টো পিঠ দেখল টাইগার ব্যাটাররা। প্রথম থেকেই ব্যাট হাতে আগ্রাসীভাবে খেলতে গিয়ে উল্টো ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে দ্রুত উইকেট পড়তে থাকলেও মানসিকতায় বদল আনেননি লিটন-সাকিবরা।
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন আগ্রাসী মনোভাব পরিবর্তন করতে চান না। সাকিব বলছিলেন, 'আমি মনে করি, আমরা ভালো ব্যাট করিনি। আমরা উইকেট হারিয়েছি নিয়মিত। তবে আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেখানে এরকমটা হতে পারে। যদি আমরা একই (আগ্রাসী) অ্যাপ্রোচ চালিয়ে যেতে চাই, কোনো কোনো দিন এটা কাজে না-ও লাগতে পারে। আজ তেমনই একটা দিন।'
সাকিব এপ্রোচ পরিবর্তন করতে চান না দাবি করে বলেন, 'না, আমাদের অ্যাপ্রোচ আমি পরিবর্তন করতে চাই না। যদি আমরা একটি ভালো দল হতে চাই, আমাদের এভাবেই খেলা উচিত। আর একদম এটাই আমরা করতে চাই। কিছু ম্যাচে এটা সুফল দেবে, কিছু ম্যাচে আমরা ব্যর্থ হবো। কিন্তু এভাবেই খেলতে হবে।'
>>> আরও পড়ুন : রেকর্ডের সিরিজে বাংলাদেশের লজ্জার হার
আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিয়ে সাকিব বলছিলেন, 'সত্যি বলতে, ইংল্যান্ডের বিপক্ষে (টি-টোয়েন্টি) সিরিজ থেকে শুরু করে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। একই কায়দায়, একই মনোভাব ও একই তাড়না নিয়ে আমরা (আয়ারল্যান্ডের বিপক্ষে) মাঠে নেমেছি। দুটি খুব ভালো ম্যাচ খেলেছি। আজ আমাদের দিন ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতেই হয় তাদের খেলার ধরনের কারণে। তারা আমাদেরকে চাপে ফেলছে। আজ তাদের দিন ছিল।'
এসএইচ/এফআই
টাইমলাইন
-
৩১ মার্চ ২০২৩, ১৯:৫৮
আগ্রাসী মনোভাব চালিয়ে যেতে চান সাকিব
-
৩১ মার্চ ২০২৩, ১৬:৫৭
রেকর্ডের সিরিজে বাংলাদেশের লজ্জার হার
-
৩১ মার্চ ২০২৩, ১৬:১৩
আইরিশ শিবিরে প্রথম আঘাত হানলেন তাসকিন
-
৩১ মার্চ ২০২৩, ১৫:৫৮
গ্রামের মাঠ থেকে যেভাবে লেগ স্পিনার হয়ে উঠলেন রিশাদ
-
৩১ মার্চ ২০২৩, ১৫:৪০
শামীমের ফিফটিতে লড়াকু পুঁজি বাংলাদেশের
-
৩১ মার্চ ২০২৩, ১৫:২০
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করছেন শামীম
-
৩১ মার্চ ২০২৩, ১৪:২৬
ব্যর্থতার মিছিলে হৃদয়, পঞ্চাশের আগেই নেই ৫ উইকেট
-
৩১ মার্চ ২০২৩, ১৩:৩৮
ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক