বাণিজ্যিক কাজে যোগ দিতে হেলিকপ্টারে ঢাকায় সাকিব

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৩, ০৪:৩৯ পিএম


বাণিজ্যিক কাজে যোগ দিতে হেলিকপ্টারে ঢাকায় সাকিব

ছবি: সংগৃহীত

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার প্রথমবারের মতো এবারের আসরে দলটির হয়ে মাঠে নেমেছিলেন তারকা এই অলরাউন্ডার। সাভারের বিকেএসপিতে ম্যাচ খেলছেন সাকিব এদিন। তবে ফেরার সময় হেলিকপ্টারে চড়ে ঢাকায় ফিরেছেন সাকিব। 

আর এই হেলিকপ্টারে চড়ার মূল কারণ হলো সময় বাঁচানো। কেননা এদিন সন্ধ্যায় সাকিবের একটি বাণিজ্যিক অনুষ্ঠান রয়েছে। আর সেই অনুষ্ঠানে সঠিক সময়ে যোগ দিতেই সাকিবের এত ব্যস্ততা। জানা গেছে একটি মোটর বাইক কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর সাকিব, আর সেটির জন্যই সাকিবের এতো তাড়াহুড়া।

এর আগে মোহামেডানের হয়ে আজ প্রথমবার খেলতে নেমে পারফরম্যান্সে সাকিব ছিলেন সাদামাটা। ব্যাট হাতে ৫ রান করার পাশাপাশি বল হাতেও পাননি কোনো উইকেটের দেখা। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দলেও রয়েছেন সাকিব। যে কারণে আইপিএলের শুরু থেকেই কলকাতা ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে না সেরা এই অলরাউন্ডারকে।

এসএইচ/এইচজেএস

Link copied