ব্যর্থ সাকিবে ভাগ্য বদলেছে মোহামেডানের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল ২০২৩, ০৭:০২ পিএম


ব্যর্থ সাকিবে ভাগ্য বদলেছে মোহামেডানের

ছবি: সংগৃহীত

৫ ম্যাচ খেলে জয় বঞ্চিত থাকা দলটির ভাগ্য যেন সাকিব আল হাসানের ছোঁয়াতে বদলে গেছে। তার উপস্থিতিতে দলের ভাগ্যের চাকা ঘুরলেও ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। লম্বা সময় পর ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলতে নেমে সুবিধা করতে পারেননি তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারানোর দিনে মোহামেডানের আকাশে মেঘে ঢাকা তারা হয়ে ছিলেন সাকিব। 

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে মোহামেডান। জবাবে খেলতে নেমে ২৬৮ রানে অল আউট হয়েছে শেখ জামাল। ব্যাট হাতে এদিন বেশিদূর এগোতে পারেননি সাকিব আল হাসান। তিনি ৯ বল খেলে ৫ রান করে আউট হন।

ভারতীয় রিক্রুট পারভেজ রসুলকে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব। ব্যাটে-বলে না হলে তা জমা পড়ে মিড উইকেটে তাওহিদ হৃদয়ের হাতে। এদিন ইমরুল কায়েস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ শুরু পায় মোহামেডান। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৯ রান। রনিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরি। এরপর ওয়ান ডাউনে নামেন মেহেদী হাসান মিরাজ। তিনি ব্যক্তিগত ৫ রানে আউট হন।

চতুর্থ উইকেটে ইমরুল ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে মোহামেডানের বড় রানের পুঁজি গড়েছেন। তারা চতুর্থ উইকেটে যোগ করেছেন ৭৩ রান। এরপর আরিফুল হক ও জ্যাক লিনটট মিলে মোহামেডানের সংগ্রহ বড় পর্যায়ে নিয়ে যান। ইমরুল দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন। তার ১০১ বলের ইনিংসে ছিল ১০টি চার নো ২টি ছকা।

মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৫১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান। শেষদিকে নেমে ৩১ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন আরিফুল। আর লিনটটের ব্যাট থেকে এসেছে ১০ বলে ঝড়ো ২৪ রান। তার ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। শেখ জামালের হয়ে ২টি করে উইকেট নেন পারভেজ রসুল ও আরিফ আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় ও সাইফ হাসান।

বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল শেখ জামাল। সাইফ ও সৈকত আলী মিলে যোগ করেন ৮৩ রান। সৈকত ২৬ রানে ফিরলেও সাইফ ৫৮ রান করেছেন এদিন। ফজলে মাহমুদ রাব্বির ৩৬ ও পারভেজের ৬৩ রানে ভর করে ২৬৮ পর্যন্ত পৌঁছাতে পারে শেখ জামাল।

এদিন শেখ জামালের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন আবু জায়েদ রাহি ও জ্যাক লিনটট। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান মিরাজ। সাকিবের ১০ ওভার বোলিং করলেও ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এইচজেএস

Link copied