পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে মুশতাক

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ পিএম


পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে মুশতাক

ছবি: সংগৃহীত

আগামী এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। এই সফরে কিউইদের কোচিং প্যানেলে দেখা যাবে সাকলাইন মুশতাককে। মূলত দলটির স্পিন বিভাগের দায়িত্ব থাকবে তার কাঁধে। 

এর আগেও জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে মুশতাকের। পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব সামলেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন তিনি।

৪৬ বছর বয়সী মুশতাক নিজেই নিশ্চিত করেন কিউই দলে যোগ দেয়ার খবরটি। পাকিস্তানের জিও নিউজকে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব আমি গ্রহণ করেছি। শুধু পাকিস্তান সফরের সময়ে ওদের সঙ্গে কাজ করব।’

আগামী ১১ এপ্রিল নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে মুশতাকের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এদিকে মুশতাক মেয়াদ শেষে পাকিস্তান দলের দায়িত্ব ছাড়ার পর দেশটির ক্রিকেট বোর্ড এখনও কোনো হেড কোচ নিয়োগ দেয়নি।

এইচজেএস

Link copied