সেঞ্চুরিয়ান টাকারকে ফেরালেন এবাদত

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৩, ০৩:৩৮ পিএম


সেঞ্চুরিয়ান টাকারকে ফেরালেন এবাদত

লরকান টাকারসহ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের ছয় ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এর আগে লিস্ট-এ ক্যারিয়ারে মাত্র একটি সেঞ্চুরি পাওয়া টাকার অভিষেক ম্যাচেই ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। একইসঙ্গে সাদা পোশাকে আইরিশদের হয়ে তিনি দ্বিতীয় সেঞ্চুরিয়ান, এর আগে প্রথম সেঞ্চুরি ছিল কেভিন ও’ব্রায়ানের। তবে ব্যক্তিগত ১০৭ রানে টাকারকে ফিরিয়েছেন পেসার এবাদত হোসেন।

এর আগেই টাকার এবং অ্যান্ডি ম্যাকব্রাইনের শতাধিক রানের জুটিতে সফরকারীদের লিড দাঁড়ায় ৭৯ রানে।

সাদা পোশাকে চার বছর পর খেলতে নেমেছে আইরিশরা। প্রথম ইনিংসে আগে ব্যাট করে মাত্র ২১৪ রানে অলআউট হলেও, দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখাচ্ছে সফরকারী ব্যাটাররা। হ্যারি টেক্টরের ফিফটি এবং  টাকারের সেঞ্চুরিতে বাংলাদেশের নেওয়া ১৫৫ রানের লিড অনেক আগেই পেরিয়ে যায়। এর আগে ম্যাচের দ্বিতীয় দিন মাত্র ১৩ রানেই চার উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে আইরিশরা।

আজ (৬ এপ্রিল) তৃতীয় দিনের প্রথম সেশন দুর্দান্ত ব্যাটিংয়ের পর লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। তার আগে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড ১৭৭ রান সংগ্রহ করে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টেক্টর এবং মুর দেখেশুনে ভালোই খেলছিলেন। ঠাণ্ডা মাথায় খেলে শুরুর প্রায় এক ঘন্টা উইকেটে কাটিয়ে দিয়েছিলেন তারা। এই দুইজনের ব্যাটে কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। 

তবে ১৬ রানে থামতে হয়েছে মুরকে। আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই এই ব্যাটারকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। তারপর টাকার জুটি গড়েন ম্যাকব্রাইনের সঙ্গে। দুজনের জুটিতে আইরিশদের স্কোরবোর্ডে যুক্ত হয় ১১১ রান। এবাদতের বুকসমান উঁচু বল ড্রাইভ করতে গিয়ে টাকার শরিফুলের তালুবন্দী হয়েছেন। তার আগে ১৬২ বলে এই ব্যাটার করেছেন ১০৮ রান। তবে এরপরও দৃঢ়তা দেখাচ্ছেন ম্যাকব্রাইন। বর্তমানে তিনি ৪৬ রানে অপরাজিত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৪৫ রান। ৯০ রানের লিড তাদের।

এএইচএস

Link copied