সাকিবের ওভার কম করা নিয়ে যা বলছেন ডোনাল্ড

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৩, ০৭:২৭ পিএম


সাকিবের ওভার কম করা নিয়ে যা বলছেন ডোনাল্ড

প্রথম দু’দিন ব্যাকফুটে থাকলেও ঢাকা টেস্টের তৃতীয় দিন বেশ ভালোভাবেই শেষ করেছে আয়ারল্যান্ড। একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে তারা ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে। ইতোমধ্যে তারা লিড নিয়েছে ১৩১ রানের। চলমান এই ম্যাচে আইরিশ ব্যাটারদের চাপে রাখা বোলারদের একজন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি মাত্র ১৩ ওভার বল করেছেন। গড়ে ২ রান দিয়ে তিনি পেয়েছেন দুটি উইকেট। কিন্তু তৃতীয় দিনে তিনি মাত্র ৬ ওভার বল করেছেন। যা নিয়ে কথা বলেছেন খোদ বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর শের-ই বাংলার মাঠে তৃতীয় দিনের শুরু থেকেই সফরকারী আইরিশরা বেশ দৃঢ়তা দেখিয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে বেশিরভাগ স্পেলই ছিল স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। এছাড়া ১০ ওভারের বেশি বল করেছেন পেসার এবাদত হোসেন ও সাকিব। তবে তাইজুল-মিরাজরাও ২৫ ওভারের বেশি বল করলেও সাকিব কেন বোলিংয়ে বেশি আসেননি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুন : সাকিবকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা ছিল কলকাতার, ‘মানেনি বিসিবি’

এ নিয়ে দিন শেষে কথা বলেছেন ডোনাল্ড। তিনি বলছেন, ‘আমার স্বীকার করছি যে এ বিষয়ে (সাকিবের কম ওভার করা) আমার কোনো ধারণা নেই। তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। ড্রেসিংরুমে কয়েকবার এসেছিল। তাও সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের জন্য সুযোগ দিয়েছে। সে কেন আজ যথেষ্ট বল করেনি আমি সত্যিই জানি না।’

তিনি আরও বলেন, ‘১৩ ওভারে ২০ এর চেয়ে কিছু বেশি রান দিয়ে ২ উইকেট নিয়েছিল। তবে বল তত স্পিন করছিল না। আমার মনে হয়েছে, নতুন বলটা এক্ষেত্রে বড় কারণ হতে পারে। যখন এই উইকেটে আপনি সেট হয়ে যাবেন, আপনি রান করতে পারবেন। আমি আপনাদের প্রশ্নটা সাকিবকেই করতে বলবো।’

সাকিব পর্যাপ্ত বল না করায় আইরিশরা সুবিধা পেয়েছিল কিনা এমন প্রশ্নে ডোনাল্ডের জবাব, ‘সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যেটাকে কাজে লাগিয়ে সে অসাধারণ ব্রেক-থ্রু এনে দিতে পারে। যদিও উইকেটে দিনভর তেমন টার্ন ছিল না। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুলসহ তিনজন পেসার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। আয়ারল্যান্ড এখন ১৩১ রানে এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে।’

এসএইচ/এএইচএস

Link copied