ধোনির ছোঁয়ায় বদলে গেছেন রাহানে

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল ২০২৩, ০৩:৫৯ পিএম


ধোনির ছোঁয়ায় বদলে গেছেন রাহানে

ছবি: সংগৃহীত

২০২০ সালে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অর্ধ-শতকের দেখা পেয়েছিলেন আজিঙ্কা রাহানে। এরপর কেটে গিয়েছে প্রায় তিন বছর তবে ব্যাট হাতে এরপর ভালো ইনিংস খেলতে পারেননি রাহানে। তবে চলমান আইপিএলে রাহানে পেয়েছেন অর্ধ-শতকের দেখা। চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ বলে খেলেছেন ৬১ রানের ঝকঝকে ইনিংস। এমন ইনিংস খেলার পর রাহানে জানিয়েছেন তার বদলে যাওয়ার কারণ। 

মূলত নিজের এমন ইনিংস খেলার কৃতীত্ব মহেন্দ্র সিং ধোনির উপর দিলেন এই ব্যাটার। গতকাল ম্যাচ সেরা হওয়ার পর রাহানে বলছিলেন, 'অনুশীলনের শুরুর দিকেই আমি রাহানের সঙ্গে আলোচনা করেছিলাম। ও একেবারে সহজভাবে আমায় প্রশ্ন করেছিল যে আমার থেকে তুমি কী চাও। আমার মাথায় যেটা ছিল, সেটা ওকে বলেছিলাম। আমি ওকে স্পষ্টভাবে বলেছিলাম যে তোমায় নিজের শক্তি বিচার করে খেলতে হবে।’

রাহানে যোগ করেন, ‘তুমি এমন খেলোয়াড় না যে টানা ছক্কা মেরে যাবে। কিন্তু যে ফিল্ডিং সাজানো হয়েছে, সেটা কাজে লাগিয়ে করার ক্ষমতা আছে। বোলারদের পেস ব্যবহারের ক্ষমতা আছে ওর। টেকনিকের দিক থেকে ও অত্যন্ত শক্তিশালীর।'

এদিকে রাহানের এমন ইনিংস খেলার পর অধিনায়ক ধোনি তার মতামত ব্যক্ত করেছেন। জানিয়েছেন তাকে চাপ নিয়ে না খেলতে, 'আমি (রাহানেকে) বলেছিলাম যে মাঠে নেমে উপভোগ করো। বেশি চাপ নিও না। তোমায় হয়ত প্রথম ম্যাচে খেলাতে পারব না। কিন্তু যখনই সুযোগ আসবে, তোমায় সমর্থন করে যাব আমরা। ও যেভাবে ব্যাট করেছে, তাতে আমি অত্যন্ত খুশি।’

তবে রাহানের আউট নিয়ে যথেষ্ট হতাশ ধোনি, ‘তবে ও যেভাবে আউট হয়েছে, তাতে কিছুটা হতাশ হয়ে পড়েছে। যেটা সবসময় একটা ভালো ইঙ্গিত দেয়। যখন খেলোয়াড় বলে যে আমি আরও কিছুটা ভালো করতে পারতাম, সেই বিষয়টা সবসময় ভালো হয়।’

এসএইচ/এইচজেএস  

Link copied