মৃত্যুঞ্জয়কে শুভকামনা জানালেন সাইফউদ্দিন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ পিএম


মৃত্যুঞ্জয়কে শুভকামনা জানালেন সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন আর নিয়মিত খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। কখনো ইনজুরি আবার কখনো নিজের ফর্মহীনতায় দলের বাইরে আছেন। তবে টাইগারদের পেস বোলিং এই অলরাউন্ডারের থেকে এখনই চোখ সরিয়ে নিচ্ছে না বিসিবির নির্বাচকরা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও বাংলাদেশ দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের।

আসন্ন ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে তাকে প্রতিপক্ষ মনে  না করে সাইফউদ্দিন জানিয়ে রাখলেন আগাম শুভকামনা। আজ (বুধবার) মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন।

সেখানে সাইফউদ্দিন বলেন, 'প্রথমত মৃত্যুঞ্জয়কে অভিনন্দন জানাই। ও অনেকদিন ধরে ভালো খেলছে ঘরোয়া লিগে। ওর জন্য শুভকামনা রইলো।'

এছাড়া নিজের পারফরম্যান্স নিয়ে এই অলরাউন্ডার বলেন, 'আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার। প্রিমিয়ার লিগে যদি সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় এক-দুইয়ে থাকতে পারি। ব্যাটিংয়ে যা সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি জয়ে অবদান রাখার। চেষ্টা করছি আরও কয়েকটা ম্যাচ সুযোগ আছে ভালো করার।'

এসএইচ/এফআই

Link copied