শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয়

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৩, ০৪:২৩ পিএম


শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয়

ছবি: সংগৃহীত

ঢাকার আকাশে কাঠফাটা রোদ। এমন তীব্র গরমের দিনেও বিকেএসপিতে হেসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। তার অপরাজিত সেঞ্চুরিতে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে আবাহনী।

রোববার বিকেএসপির চার নম্বর মাঠে দিনের শুরুতে ব্যাট করতে নামে সিটি ক্লাব। শুরুতেই মইনুল ফিরে গেলেও শাহরিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন তৌফিক খান তুষার। একসময় মারকুটে এই ব্যাটার তুলে নেন অর্ধ-শতক। তবে অন্য প্রান্তে চলছিল আসা যাওয়ার মিছিল।

শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনের ২২ এবং তুষারের ৭৯ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে সিটি ক্লাব। অবশ্য এদিন আবাহনীর লেগ স্পিনার রিশাদ হোসেনের ৫ উইকেট নেওয়ার সুযোগ থাকলেও সেটা আর সম্ভব হয়নি। সন্তুষ্ট থাকতে হয়েছিল ৪ উইকেট নিয়েই।

এরপর মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় আবাহনী। এনামুল হক বিজয় ১ এবং কোনো রান না করেই ফিরে যান নাঈম শেখ। এরপর নাজমুল শান্তকে নিয়ে লড়াই শুরু করেন মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ব্যাটেই এগিয়ে যায় আবাহনী।

তবে ব্যক্তিগত ৩৯ রানের সময় ফিরে যান জয়। তখনও অবিচল শান্ত, একাই লড়ছিলেন দলের হয়ে। শেষ পর্যন্ত ৩৫ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। শান্ত অপরাজিত থাকেন ১০২ রান করে। সিটি ক্লাবের হয়ে ৪ উইকেট শিকার করেন রবিউল হক।  

এসএইচ/এইচজেএস 

Link copied