ভেঙ্কেটেশের সেঞ্চুরির পরও হারলো লিটনহীন কলকাতা

ছবি: সংগৃহীত
ভেঙ্কেটেশ আইয়ারেরব দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেটাও তাদের জয়ের জন্য যথেষ্ট হল না। ১৮৬ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে ৫ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
রান তাড়ায় নেমে ৬৫ রানের ওপেনিং জুটি উপহার দেন রোহিত শর্মা এবং ইশান কিশান। ১৩ বলে ২০ রান করে বাজে শটে আউট হন ফর্মহীনতায় ভুগতে থাকা রোহিত। তবে ইশান কিশান ২১ বলে বিধ্বংসী ফিফটি তুলে নেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হওয়ার আগে খেলেন ২৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৫৮ রানের ইনিংস। স্ট্রাইকরেট ২৩২।
তিনে নামা সূর্যকুমারের সঙ্গে তার জুটি হয়েছিল ৩৮ বলে ৬০ রানের। এই জুটিতেই মুম্বাইয়ের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। টিম ডেভিডকে (১৩ বলে ২৬*) সঙ্গী করে বাকি কাজটা সারেন সূর্যকুমার। এই টপ অর্ডার ব্যাটার ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ছক্কায় করেন ৪৩ রান। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
এর আগে ভেঙ্কটেশ আয়ারের সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তোলে কলকাতা। ব্রেন্ডন ম্যাককালামের ১৫ বছর পর কলকাতার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন ভেঙ্কটেশ। তার ৫১ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ৬টি চার এবং ৯টি ছক্কার মার।
ভেঙ্কটেশের সেঞ্চুরির দিনে কলকাতার বাকি ব্যাটারদের কেউই পারেননি বড় ইনিংস খেলতে। দ্বিতীয় সর্বোচ্চ ২১* রান করেন আন্দ্রে রাসেল। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ আর জগদীশন করেন ৫ বলে ০ রান। এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৫, শার্দুল ঠাকুর ১৩, রিংকু সিং ১৮ বলে ১৮ এবং সুনিল নারাইন ২* রান করেন। বল হাতে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন হৃত্বিক সুখেন।
এইচজেএস