ক্যাম্প শুরুর আগে হাসান-মিরাজরা যা বলছেন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৩, ১২:০২ এএম


ক্যাম্প শুরুর আগে হাসান-মিরাজরা যা বলছেন

আগামী মাসের প্রথম দিনেই (পয়লা মে) ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। অবশ্য তার আগে আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প। ইতোমধ্যে বাংলাদেশ দল অবস্থান করছে সিলেটে।

গতকাল বুধবার সিলেটের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করার সময় গণমাধ্যমের মুখোমুখি হন পেসার হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, 'না না, এটা মানিয়ে নিবো ইনশাআল্লাহ, (তাপমাত্রা) এটা কোনো বিষয়ই না। বিষয় হচ্ছে উইকেটটা কেমন কন্ডিশনটা কেমন তা অ্যাসেস করার। (সিলেটের) উইকেটটা সেইম বলতে গেলে।'

ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। ইংল্যান্ডের কন্ডিশনে তাসকিনের না থাকা দলকে ভোগাবে কি না এমন প্রশ্নে হাসান বলেন, '(তাসকিনের অনুপস্থিতি) না না, একচুয়ালি টিমের জন্য ভালো একটি দিক না বলতে গেলে... বাট অবশ্যই চেষ্টা থাকবে যে আমরা দায়িত্বটা নিয়ে সবাই মিলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।'

এছাড়া সিলেটে যাওয়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, 'আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন পর সিলেটে ক্যাম্প করতে যাচ্ছি। অবশ্যই আমাদের জন্য ভালো, ঢাকার বাইরে ক্যাম্প করছি। আর প্রিপারেশনটা যেহেতু সবার জন্য গুরুত্বপূর্ণ, আয়ারল্যান্ড সিরিজের আগে যে কয়টা দিন অনুশীলন করার সুযোগ পাবো চেষ্টা করবো সবাই ইউটিলাইজ করতে।'

এসএইচ/এমজে

Link copied