কলকাতায় দুঃসংবাদ পেলেন রয়

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৩, ০১:০৪ পিএম


কলকাতায় দুঃসংবাদ পেলেন রয়

ছবি: সংগৃহীত

বুধবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন জেসন রয়। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও জরিমানা গুনতে হল এই ইংলিশ ওপেনারকে। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে আইপিএল কতৃপক্ষ। 

মূলত আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের দায়ে রয়কে অভিযুক্ত করা হয়। এরপর তিনি দোষ স্বীকার করে নিলে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। রয়কে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

এইপিএল কতৃপক্ষ বিবৃতিতে বলেছে, 'কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার জেসন রয়কে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হল। রয়  ২.২ ধারার লেভেল-১ এ আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন>>> ধোনির সঙ্গে কি কথা হলো লিটনের?

এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছিল কলকাতা। যেখানে ২৯ বলে ৫৬ করেন রয়। জবাবে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে ১৭৯ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা। 

এইচজেএস 

Link copied