ইংল্যান্ডের কন্ডিশন পরখ করতে না পারায় এবাদতের আক্ষেপ

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৮ মে ২০২৩, ০১:০৯ এএম


ইংল্যান্ডের কন্ডিশন পরখ করতে না পারায় এবাদতের আক্ষেপ

ইংল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেনি টাইগাররা। বৃষ্টি বাধায় ভেস্তে গেছে একমাত্র প্রস্তুতি ম্যাচও। এরপর মাঠ ভেজা থাকায় গতকাল (রোববার) অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাই জিম সেশন আর ইনডোরেই সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। তাই মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে এবাদত হোসেনের।

রোববার (৭ মে) ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফেনার্স মাঠে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার পর আক্ষেপ ঝরল এবাদতের কণ্ঠে।

এবাদত বলেন, ‘এখানে তো আমরা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য এসেছিলাম। দুর্ভাগ্যবশত আমরা কিছুই করতে পারিনি। আজকে ব্যাটাররা ইনডোরে ব্যাট করেছে। আমি স্পট বোলিং করেছি ও জিম করেছি।’

ফেনার্স ইনডোরের বাইরে বোলিং করতে না পারার  আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘এখানে আসার পর আউটডোরে বোলিং করার সুযোগ হয়নি। আমরা প্র্যাকটিস মাঠে যা করছি, সেটাই...। এখানে (ফেনার্স মাঠ) এসে কিছুই করতে পারিনি। আমরা যেখানে (লেইস স্কুল) অনুশীলন করেছি, সেখানে কিছুটা বাতাস ছিল। সেখানে যেভাবে হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’ 

ম্যাচের আগে মাঠের কন্ডিশন ও উইকেট সম্পর্কে জানলে তা ক্রিকেটারদের জন্য বাড়তি সুবিধা দেয়। ইংল্যান্ডের প্রতিটি মাঠের উইকেটের ধরন প্রায় একই ধাঁচের হয়ে থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে উইকেট সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারলে সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে পারতেন এবাদত। সেটি করতে না পারায় কিছুটা হতাশ এবাদত। 

এবাদতের ভাষ্য, ‘মাঠের বাইরে আমাদের যে পরিকল্পনা আছে, সেগুলো নিয়ে কাজ চলছে। কিন্তু মাঠের ভেতরে যদি খেলতে পারতাম, তাহলে কন্ডিশন সম্পর্কে জানতে পারতাম। উইকেট কেমন আচরণ করে সেটা জানতে পারতাম।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে এবাদতের চাওয়া বেশি কিছু করা। তবে এই পেসার মানছেন সেটা সহজ হবে না, ‘আমরা শেষ দুই-আড়াই-তিন বছর ভালো খেলছি। আমরা শুধু প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা এর ফলও পাচ্ছি। এজন্য আশাও আছে। আমাদের চাওয়া আছে, আশার চেয়ে যেন বেশি কিছু করতে পারি। এটা বলতে গেলে ওদের (আয়ারল্যান্ড) হোম গ্রাউন্ডই। ওদের অনেকেই এখানে খেলে। মনে হচ্ছে না বিষয়টি সহজ হবে। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

এসএইচ/কেএ

Link copied